১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯ তাদের সমষ্টি কত?

A    ১০৭

B    ৯৯

C    ১০৫

D    ১৪৬  

Solution

Correct Answer: Option A

 

১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল সংখ্যার একক স্থানীয় অংক ৯ তারা হল, ১৯, ২৯, ৩৯, ৪৯, ৫৯

এরমধ্যে ৩৯ এবং ৪৯ মৌলিক সংখ্যা না।

১৯+২৯+৫৯=১০৭

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions