'হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছাসে, সে কোলাহলের রুদ্ধস্বরের আমি পাই উদ্দেশ।' পঙক্তিটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে?
A আসন্ন আঁধারে
B পরাভব
C ঘুমভাঙার গান
D দুর্মর
Solution
Correct Answer: Option D
- পঙক্তিটি সুকান্ত ভট্টাচার্য রচিত 'দুর্মর' কবিতা থেকে নেওয়া হয়েছে।
- কবিতাটি তাঁর রচিত 'পূর্বাভাস' কাব্যগ্রন্থ এর অন্তর্ভুক্ত।
- 'পূর্বাভাস' সুকান্ত ভট্টাচার্যের তৃতীয় কাব্যগ্রন্থ।
- এতে মোট ২৯টি কবিতা রয়েছে।