Solution
Correct Answer: Option C
- আহমদ ছফা একজন প্রতিবাদী লেখক, প্রগতিপন্থি সাহিত্যকর্মী ও সংগঠক।
- ১৯৪৩ সালের ৩০ জুন চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে তাঁর জন্ম।
- আহমদ ছফা ছিলেন তীক্ষ্ণ মেধার অধিকারী একজন সৃষ্টিশীল লেখক।
- ষাটের দশকে তাঁর সাহিত্য-জীবনের সূচনা হয়।
- বাংলাদেশের কথাসাহিত্যে তিনি এক সফল লেখক।
- জীবনের বহু বিচিত্র অভিজ্ঞতাকে তিনি গল্প-উপন্যাস রচনায় কাজে লাগিয়েছেন।
- গবেষক ও প্রাবন্ধিক হিসেবেই তাঁর পরিচিতি সর্বাধিক।
- আহমদ ছফার গবেষণার বিষয় ছিল বাঙালি মুসলমান সমাজ।
- তাঁর মৃত্যু ২০০১ সালের ২৮ জুলাই।
তাঁর রচিত উপন্যাস সমূহ:
- সূর্য তুমি সাথী (১৯৬৭),
- উদ্ধার (১৯৭৫),
- একজন আলী কেনানের উত্থান পতন (১৯৮৯),
- অলাতচক্র (১৯৯০),
- ওঙ্কার (১৯৯৩),
- গাভীবৃত্তান্ত (১৯৯৪),
- অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী (১৯৯৬),
- পুষ্পবৃক্ষ ও বিহঙ্গপুরাণ (১৯৯৬)
গল্পগ্রন্থ: নিহত নক্ষত্র (১৯৬৯)
কাব্যগ্রন্থ: জল্লাদ সময়, একটি প্রবীণ বটের কাছে প্রার্থনা, লেনিন ঘুমোবে এবার ইত্যাদি।
উল্লেখযোগ্য রচনা: নতুন বিন্যাস (১৯৭৩) ও বাঙালি মুসলমানের মন (১৯৭৬)