প্রথম বাংলা কল্পবিজ্ঞান সাহিত্য কোনটি?

A অয়োময়

B তোমাদের জন্য ভালোবাসা

C গৌরিপুর জংশন

D কোথাও কেউ নেই

Solution

Correct Answer: Option B

- বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদ কথাসাহিত্যিক হিসেবে সমধিক খ্যাত।
- আধুনিক ঔপন্যাসিকদের মধ্যে তিনি শ্রেষ্ঠ ও সর্বাধিক জনপ্রিয়।
- তাঁর সংলাপপ্রধান গল্প ও উপন্যাসে খুব অল্প বাক্যে তিনি একটি চরিত্র ফুটিয়ে তুলতে পারতেন এবং অতিবাস্তব বিষয়গুলি এমনভাবে অনায়াসে বিশ্বাসযোগ্য করে উপস্থাপন করতেন যেন মনে হয় যাদু বাস্তবতা।
- হুমায়ূন আহমেদ ১৩ নভেম্বর, ১৯৪৮ খ্রিষ্টাব্দে কৃষ্ণপক্ষের শনিবার রাত ১০.৩০ মিনিটে নেত্রকোনার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস নেত্রকোনার কুতুবপুর।
- তাঁর ডাক নাম কাজল। পিতৃপ্রদত্ত নাম শামসুর রহমান।
- কথাসাহিত্যিক জাফর ইকবাল ও কার্টুনিস্ট আহসান হাবীব তাঁর ভাই।
- তিনি পলিমার কেমিস্ট্রি বিষয়ের উপর পিএইচডি ডিগ্রি লাভ করেন।
- তিনি ১৯৭৩ সালে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভৌতরসায়নের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে যোগ দেন।
- বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের পথিকৃৎ হুমায়ূন আহমেদ। 'তোমাদের জন্য ভালোবাসা' (১৯৭৩) প্রথম বাংলা কল্পবিজ্ঞান সাহিত্য
- হুমায়ুন আহমেদ এর সৃষ্ট লজিক ও অ্যান্টি লজিক নিয়ে কাজ করা দুটি অমর চরিত্র মিসির আলী ও হিমু। মিসির আলী বাস্তববাদী, যুক্তিনির্ভর ও রহস্যময় চরিত্র।
- মিসির আলী চরিত্রের প্রথম উপন্যাস 'দেবী' (১৯৮৫)। হিমুর আসল নাম হিমালয়। পকেটবিহীন হলুদ পাঞ্জাবী তার পোশাক। নব্বইয়ের দশকে 'ময়ূরাক্ষী' (১৯৯০) উপন্যাসের মধ্য দিয়ে হিমুর আত্মপ্রকাশ।
- গাজীপুরের 'নুহাশ পল্লী' তাঁর নির্মিত বাগানবাড়ি।
- তিনি 'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার' (১৯৮১), 'একুশে পদক' (১৯৯৪) লাভ করেন।
- তিনি ১৯ জুলাই, ২০১২ খ্রিষ্টাব্দে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে নিউইয়র্কে মৃত্যুবরণ করেন। নুহাশ পল্লীতে তাঁকে সমাহিত করা হয়।

- তার উপন্যাস সমূহঃ নন্দিত নরকে (১৯৭২), কে কথা কয় (২০০৬), কোথাও কেউ নেই (১৯৯২), 'দেয়াল' (২০১২): এটি রাজনৈতিক উপন্যাস ।(সর্বশেষ উপন্যাস)
'আমার আছে জল' (১৯৮৫), 'নিশিথিনী' (১৯৮৭), 'সম্রাট' (১৯৮৮), 'রজনী' (১৯৮৯), 'বহুব্রীহি' (১৯৯০), 'এইসব দিনরাত্রি' (১৯৯০), 'ময়ূরাক্ষী' (১৯৯০), 'অয়োময়' (১৯৯০), 'শ্রাবণ মেঘের দিন' (১৯৯৪), 'গৌরিপুর জংশন' (১৯৯৫), 'কবি' (১৯৯৬), 'দূরে কোথাও' (১৯৯৭), 'ইস্টিশন' (১৯৯৯), 'বৃষ্টিবিলাস' (২০০০), 'নক্ষত্রের রাত' (২০০৩), 'এপিটাফ' (২০০৪), 'লীলাবতী' (২০০৫), 'মধ্যাহ্ন' (২০০৮) ইত্যাদি।

- তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থসমূহঃ আমার ছেলেবেলা (১৯৯১), বলপয়েন্ট (২০০৯), কাঠপেন্সিল (২০১০), রংপেন্সিল (২০১১), লীলাবতীর মৃত্যু (২০১৪)।

তার কয়েকটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসঃ
- জোছনা ও জননীর গল্প (২০০৪),
- শ্যামল ছায়া (২০০৩),
- আগুনের পরশমণি (১৯৮৬),
- নির্বাসন,
- সৌরভ,
- সূর্যের দিন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions