রফিক সাহেব ১২০০ টাকার একটি ঘড়ি কিনলেন। যদি দোকানদার তাকে ১২.৫% ডিসকাউন্ট দেন, তবে রফিক সাহেব কত টাকা সাশ্রয় করবেন?
A ১০০ টাকা
B ১৫০ টাকা
C ২০০ টাকা
D ২৫০ টাকা
Solution
Correct Answer: Option B
এখানে,
ডিসকাউন্টের হার = ১২.৫%
তিনি কত টাকা সাশ্রয় করবেন তা বের করতে হলে, ১২০০ টাকার ১২.৫% নির্ণয় করতে হবে।
সাশ্রয়ের পরিমাণ = (ডিসকাউন্টের হার / ১০০) * ঘড়ির দাম
= (১২.৫ / ১০০) * ১২০০
= ০.১২৫ * ১২০০
= ১৫০ টাকা
সুতরাং, রফিক সাহেব ১৫০ টাকা সাশ্রয় করবেন।