গতকাল বেকারী খোলার ৪০ ডজন রোল ছিল। অর্ধেক রোল দুপুরের মধ্যে বিক্রি হয়ে গেল। অবশিষ্ট রোলের ৮০% দুপুরের পর থেকে বেকারী বন্ধের আগ পর্যন্ত সময়ের মধ্যে বিক্রি হয়ে গেল। গতকাল বেকারী বন্ধের সময় কতগুলো রোল অবিক্রিত ছিল?

A    ২ ডজন

B    ৪ ডজন

C    ৫ ডজন

D    ৮ ডজন

Solution

Correct Answer: Option B

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions