এক ব্যক্তি তার স্ত্রীর বয়সের ১০% বড়। স্ত্রী তার চেয়ে x% ছোট। x কত?
Solution
Correct Answer: Option D
স্ত্রীর বয়সের ১০% বড় বলে,
ব্যক্তির বয়স ১১০ হলে স্ত্রীর বয়স ১০০ বছর
ব্যক্তির বয়স ১০০ হলে স্ত্রীর বয়স (১০০ x ১০০) / ১১০ বছর
= (১০০০/১১) বছর
∴ ঐ ব্যক্তির স্ত্রী তাঁর চেয়ে {১০০ - (১০০০/১১)} = (১০০/১১)% ছোট
= ৯(১/১১) % ছোট
সুতরাং, x = ৯(১/১১)