এক ব্যক্তি তার স্ত্রীর বয়সের ১০% বড়। স্ত্রী তার চেয়ে x% ছোট। x কত?

 

A ৯(১/১০)

B ৯(৯/১০)

C ৯(১/৯)

D ৯(১/১১)

Solution

Correct Answer: Option D

স্ত্রীর বয়সের ১০% বড় বলে,
ব্যক্তির বয়স ১১০ হলে স্ত্রীর বয়স ১০০ বছর

ব্যক্তির বয়স ১০০ হলে স্ত্রীর বয়স (১০০ x ১০০) / ১১০ বছর
                                      = (১০০০/১১) বছর

∴ ঐ ব্যক্তির স্ত্রী তাঁর চেয়ে {১০০ - (১০০০/১১)} = (১০০/১১)% ছোট
                                                           = ৯(১/১১) % ছোট

সুতরাং, x = ৯(১/১১)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions