বিশটি পুরস্কার মোট প্রতিযোগীর শতকরা ৫ ভাগকে দেওয়া হয় এবং কেউইএকটির বেশি পুরষ্কার পায়নি। প্রতিযোগীর সংখ্যা কত?

A    ১০০ জন

B    ২০০ জন

C    ৩০০ জন

D    ৪০০ জন

Solution

Correct Answer: Option D

 

ধরা যাক প্রতিযোগী সংখ্যা =  x 

প্রস্নমতে ,   x এর ৫% =২০  তাহলে  , x = (১০০ X ২০)/৫ = ৪০০ জন   

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions