একটি মহল্লার জনসংখ্যার মধ্যে পুরুষের সংখ্যা ৫৫% । ঐ মহল্লার পুরুষের সংখ্যা ১১০০ হলে ঐ মহল্লার মোট জনসংখ্যা কত?

A ২১০০ জন

B ২৩০০ জন

C ২০০৫ জন

D ২০০০ জন

Solution

Correct Answer: Option D

এখানে,
৫৫% পুরুষের সংখ্যা = ১১০০ জন।
১% পুরুষের সংখ্যা = ১১০০/৫৫ জন।
১০০% পুরুষের সংখ্যা = (১১০০ × ১০০)/ ৫৫ জন।
                            = ২০০০ জন। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions