কোন পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গনিত এবং ৭০% বাংলায় পাশ করলো।উভয় বিষয়ে পাশ করলো ৬০%, উভয় বিষয়ে শতকরা কত জন ফেল করল?  

A    ১৫%

B    ১০%

C    ১১%

D    ১২% 

Solution

Correct Answer: Option B

 

একমাত্র গণিতে পাস করেছে (৮০ - ৬০)% = ২০%

একমাত্র বাংলাতে পাস করেছে (৭০ - ৬০)% = ১০%

 

মোট পাস = (৬০ + ২০ + ১০)% = ৯০%

উভয় বিষয় ফেল = (১০০ - ৯০)% = ১০%

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions