মুক্তিযুদ্ধকালীন সময়ে নবগঠিত বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক সংঘটিত অপারেশন কোনটি?
Solution
Correct Answer: Option D
Operation Kilo Flight:
- পরিচয়: নবগঠিত (৩ ডিসেম্বর, ১৯৭১) বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম ইউনিটের নাম কিলো ফ্লাইট।
- অভিযান: বাংলার বিমান সেনাদের এই ইউনিট চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে পাক বাহিনীর উপর আক্রমণ করেছিল
- ইউনিট প্রধানের দায়িত্বে: স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ।