কামাল চকোলেট পছন্দ করে । সে এক ঘন্টায় ৩২ টি চকোলেটট খেতে পারে। তার ভাই জামাল একই পরিমাণ চকোলেট ৩ ঘন্টায় খেতে পারে। ৩২ টি চকোলেট খেতে তাদের দুই ভাইয়ের কত সময় লাগবে?

A    ৪০ মিনিট

B    ৪২.৫ মিনিট

C    ৪৫ মিনিট

D    ৪৫.৫ মিনিট

Solution

Correct Answer: Option C

 

কামাল তিন ঘণ্টায় খেতে পারে ৩২X৩=৯৬ টি

জামাল তিন ঘণ্টায় খেতে পারে ৩২ টি

দুই জন একত্রে তিন ঘণ্টায় খেতে পারে (৯৬+৩২) =১২৮ টি

১২৮ টি চকোলেট খেতে সময় ৩ ঘণ্টা

৩২ টি  চকোলেট খেতে সময় (৩×৩২)/১২৮ ঘণ্টা=৩/৪ ঘন্টা=৪৫ মিনিট

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions