K G এর দ্বিগুণ দ্রুততায় ১০০ অংশ উৎপাদন করে। G ৪০ মিনিটে ১০০ অংশ উৎপাদন করে। যদি তারা একই হারে উৎপাদন করে, তবে K ৬ মিনিটে কত অংশ উৎপাদন করতে পারবে?

A    ৩০

B    ২৫

C    ২০

D    ১৫

Solution

Correct Answer: Option A

 

G ১০০ অংশ উৎপাদন করে ৪০ মিনিটে।

k ১০০ অংশ উৎপাদন করে ৪০/২ বা, ২০ মিনিটে।

সুতরাং ২০ মিনিটে K উৎপাদন করে ১০০ অংশ

             ১ মিনিটে " " " " " " " " " " " =১০০/২০ অংশ

             ৬ মিনিটে " " " " " " " '" " " = ১০০×৬ /২০ বা, ৩০ অংশ

উত্তরঃ ৩০

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions