ফারুক একটি কাজ ২০ দিনে সম্পূর্ণ করতে পারে। সে দুইজন সহকারী পেল, যার প্রত্যেকে তার অর্ধেক গতিতে কাজ করতে পারে। যদি তারা সকলে একসাথে ৫ দিন কাজ করে তবে কাজের শতকরা কতভাগ সম্পন্ন হবে?
Correct Answer: Option B
ফারুক ২০ দিনে করে ১ টি কাজ
তাহলে , ১ দিনে করে ১/২০ টি কাজ
অর্ধেক গতিতে ,
১ সহকারী ২০ দিনে করে ১/২ কাজ
১ সহকারী ১ দিনে করে ১/(২০ x ২) বা ১/৪০ কাজ
২ সহকারী ১ দিনে করে ২/৪০ = ১/২০ কাজ
তাহলে , ১ দিনে সম্পন্ন করে = (১/২০ +১/২০)= ২/২০ =১/১০ কাজ
তাহলে, ৫ দিনে শতকরা সম্পন্ন করে (৫ এর ১/১০) x ১০০ % = ৫০%
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions