যদি কোন একটি কাজ আলাদা ভাবে সম্পন্ন করতে করিমের ৪৫ মিনিট এবং রহিমের ৩০ মিনিট সময় লাগে তবে উভয়ে একত্রে ওই কাজটি কত মিনিটে সম্পন্ন করতে পারবে?

A    ১৫

B    ১৮

C    ২১

D    কোনটিই নয়

Solution

Correct Answer: Option B

 

করিম ১ মিনিটে করে  ১/৪৫ অংশ

রহিম ১ মিনিটে করে ১/৩০ অংশ

উভয়ে একত্রে করে (১/৪৫+১/৩০) অংশ

                       = (২+৩)/৯০ = ৫/৯০ =১/১৮ ১/১৮ অংশ করে ১ মিনিটে ১ বা সম্পূর্ণ অংশ করে ১৮ মিনিটে 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions