স্বপন ও বকুল একটি কাজ পৃথকভাবে যথাক্রমে ২০ দিনে এবং ৩০ দিনে করতে পারে। উভয়ে এক সঙ্গে কাজটি কত দিনে করতে পারবে?

A    ১০ দিনে

B    ১২ দিনে

C    ১৪ দিনে

D    ১৫ দিনে

Solution

Correct Answer: Option B

 

স্বপন এক দিনে করে ১/২০ অংশ

বকুল এক দিনে করে ১/৩০ অংশ  দুই জন একত্রে করে = (১/২০ +১/৩০) = ১/১২ অংশ

১/১২ অংশ করে ১ দিনে

১ বা সম্পূর্ণ অংশ করে ১২ দিনে  

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions