মধ্যরশ্মি কোনটি?

A কমলা

B সবুজ

C হলুদ

D আসমানি

Solution

Correct Answer: Option C

আলো যখন প্রিজমের মধ্য দিয়ে যায়, তখন তা বর্ণালীতে ভেঙে যায়। এই বর্ণালীতে আলো তার তরঙ্গদৈর্ঘ্য অনুসারে বিভিন্ন রঙে বিন্যস্ত হয়। এই বর্ণালীর রঙগুলো হলো:

১. বেগুনি (Violet) - সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্য
২. নীল (Indigo)
৩. আসমানি (Blue)
৪. সবুজ (Green) - মধ্যবর্তী তরঙ্গদৈর্ঘ্য
৫. হলুদ (Yellow)
৬. কমলা (Orange)
৭. লাল (Red) - সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য

- বর্ণালীর এই সাতটি রঙের মধ্যে সবুজ রঙটি প্রায় মাঝামাঝি অবস্থানে থাকে।
- একদিকে যেমন বেগুনি, নীল ও আসমানি (কম তরঙ্গদৈর্ঘ্যের রঙ) রয়েছে, তেমনি অন্যদিকে হলুদ, কমলা ও লাল (বেশি তরঙ্গদৈর্ঘ্যের রঙ) বিদ্যমান।
- সেই কারণে বর্ণালীর মধ্যরশ্মি হিসেবে সবুজ রঙকেই ধরা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions