এক অসৎ দোকানদার ক্রেতাকে ১ কিলোগ্রাম দ্রব্যের স্থলে ৯৫০ গ্রাম দ্রব্য দেয়। যে ক্রেতা ঐ  দোকানদারের নিকট হতে ২৫ কিলোগ্রাম দ্রব্য কিনে সে কত কিলোগ্রাম ঠকে?

A    ১.০০ কেজি

B    ১.১৫ কেজি

C    ১.২৫ কেজি

D    ১.৩৫ কেজি

Solution

Correct Answer: Option C

 

১ কেজিতে ক্রেতা ঠকে=৫০ গ্রাম

২৫ কেজিতে ক্রেতা ঠকে= ৫০×২৫ গ্রাম 

বা, ১২৫০/১০০০= ১.২৫ কেজি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions