যদি কাঁচ পানি অপেক্ষা ২.৫ গুন বেশি ভারি হয়, তবে ৪০ ঘন সেন্টিমিটার কাচের ওজন কত?

A ১০০ গ্রাম

B ২৫০ গ্রাম

C ৬০০ গ্রাম

D ১০০০ গ্রাম

Solution

Correct Answer: Option A

আমরা জানি,
১ ঘন সেন্টিমিটার পানির ওজন = ১ গ্রাম
দেওয়া আছে,
কাচ পানি অপেক্ষা ২.৫ গুণ বেশি ভারী।
সুতরাং,
১ ঘন সেন্টিমিটার কাচের ওজন = ১ $\times$ ২.৫ গ্রাম = ২.৫ গ্রাম
প্রশ্নমতে,
৪০ ঘন সেন্টিমিটার কাচের ওজন বের করতে হবে।
অতএব,
৪০ ঘন সেন্টিমিটার কাচের ওজন
= (৪০ $\times$ ২.৫) গ্রাম
= ১০০.০ গ্রাম
= ১০০ গ্রাম

বিকল্প টেকনিক (Short-cut):
সরাসরি আয়তনকে আপেক্ষিক গুরুত্ব (বা কত গুণ ভারী সেই সংখ্যা) দিয়ে গুণ করলেই ওজন পাওয়া যাবে।
ওজন = আয়তন $\times$ ঘনত্ব (বা আপেক্ষিক গুরুত্ব)
= ৪০ $\times$ ২.৫
= ১০০ গ্রাম

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions