৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। দুজন লোক কমিয়ে দিলে কাজটি সমাধা করতে শতকরা কতদিন বেশি লাগবে?

A    ২৫%

B     ৩৩(১/৩)%

C    ৫০%

D    ৬৬(২/৩)%

Solution

Correct Answer: Option B

৮ জন লোক করে=১২ দিনে

১ জন লোক করে=১২×৮ দিনে

(৮-২)বা, ৬ জন লোকে করে=১২×৮/৬=১৬ দিনে

সুতরাং শতকরা বেশি সময় লাগে = ১৬-১২/১২×১০০=৩৩(১/৩)%

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions