পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চারগুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশগুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?

A    ৫৬ এবং ১৪ বছর

B    ৩২ এবং ৮ বছর

C    ৩৬ এবং ৯ বছর

D    ৪০ এবং ১০ বছর

Solution

Correct Answer: Option C

 

ধরি, পুত্রের বর্তমান বয়স=x

      পিতার বর্তমান বয়স=4x

6 বছর আগে পুত্রের বয়স=x-6

6 বছর আগে পিতার বয়স=4x-6

শর্তমতে,

 10(x-6)=4x-6

or, 10x-60=4x-6

or, 10x-4x=60-6

or, 6x=54

or, x=54/6

or, x=9

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions