সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে ৫ ঘণ্টায় সম্পূর্ণ ভর্তি করা যায়। দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি ভর্তি করতে ৩ ঘণ্টা সময় লাগে। দুইটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটির ২/৩ অংশ ভর্তি করতে কত সময় লাগবে?
A ৮/১৫ ঘণ্টা
B ৩/৪ ঘণ্টা
C ২/৩ ঘণ্টা
D ৫/৪ ঘণ্টা
Solution
Correct Answer: Option D
(১ম+২য়) পাইপ ১ ঘণ্টায় পূর্ন করে=১/৫+১/৩=৮/১৫ অংশ
৮/১৫ অংশ পূর্ন করে =১ ঘণ্টায়
১ অংশ পুর্ন করে=১৫/৮ ঘণ্টায়
সুতরাং ২/৩ অংশ পূর্ন করে=১৫/৮×২/৩=৫/৪ ঘণ্টায়
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions