৫ জন তাঁত শ্রমিক ৫ দিনে ৫টি কাপড় বুনতে পারে । একই ধরনের ৭টি কাপড় বুনতে ৭ জন শ্রমিকের কত দিন লাগবে ?
Correct Answer: Option A
৫ জন ৫ টি কাপড় বুনে ৫ দিনে
৫ জন ১ টি কাপড় বুনে (৫/৫) দিনে; [কম কাজে কম দিন]
১ জন ১ টি কাপড় বুনে ৫X৫/৫ দিনে ; [কমে লোকের বেশি দিন]
৭ জন ১ টি কাপড় বুনে ৫X৫/(৫*৭) দিনে
৭ জন ৭ টি কাপড় বুনে ৫*৫*৭/(৫*৭) = ৫ দিনে
মানুষ এবং কাজের সংখ্যার অনুপাত সমান
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions