মামুন 240 টাকায় একই রকম কতগুলি কলম কিনে দেখল যে, যদি সে একটি কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের মূল্য 1 টাকা কত পড়ত। সে কতগুলি কলম কিনেছিল?

A 13 টি

B 14 টি

C 15 টি

D 16 টি

Solution

Correct Answer: Option C

ধরি, কলম সংখ্যা=x

শর্তমতে, 240/x-240/x+1=1

         or,240(x+1)-240x/x(x+1)=1

         or, x2+x-240=0

         or, x2 + 16x -15x -240 =0

         or, (x+16)(x-15) = 0

             x=15

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions