এক গোয়ালা তার ভ-সংখ্যক গাভীকে চার পুত্রের মধ্যে নিম্নলিখিত ভাবে বন্টন করে দিলঃ প্রথম পুত্রকে 1/2 অংশ দ্বিতীয় পুত্রকে 1/4 অংশ; তৃতীয় পুত্রকে 1/5 অংশ এবং বাকি 7 টি গাভীকে চতুর্থ পুত্রকে দিল। ঐ গোয়ালার গাভীর সংখ্যা কত ছিল?

A 100

B 140

C 180

D 200

Solution

Correct Answer: Option B

তিন পুত্র পায়=১/২+১/৪+১/৫=১৯/২০ অংশ

চতুর্থ পুত্র পায় বাকী=(১-১৯/২০)=১/২০ অংশ

প্রশ্নমতে,  ১/২০ অংশ= ৭ টি গাভী

সুতরাং ১ অংশ= (৭×২০) বা, ১৪০ টি গাভী

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions