বখতিয়ার খিলজি বাংলা জয় করেন কোন সালে?

A ১২১১

B ১২০৪

C ১২১২

D ১২০০

Solution

Correct Answer: Option B

- তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি খ্রিষ্টীয় ত্রয়োদশ শতকের শুরুতে বাংলা আক্রমণ করেন।
- ঐতিহাসিক মিনহাজ-ই-সিরাজের 'তবকাত-ই-নাসিরি' গ্রন্থ থেকে জানা যায়, ১২০৪ সালে তিনি অতর্কিত আক্রমণে সেন রাজা লক্ষণ সেনের তৎকালীন রাজধানী নদীয়া জয় করেন।
- যদিও এরপর তিনি গৌড় বা লখনৌতিতে রাজধানী স্থাপন করেন, তবে ১২০৪ সালকেই বাংলায় মুসলিম শাসনের সূচনাকাল হিসেবে গণ্য করা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions