Solution
Correct Answer: Option B
- তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি খ্রিষ্টীয় ত্রয়োদশ শতকের শুরুতে বাংলা আক্রমণ করেন।
- ঐতিহাসিক মিনহাজ-ই-সিরাজের 'তবকাত-ই-নাসিরি' গ্রন্থ থেকে জানা যায়, ১২০৪ সালে তিনি অতর্কিত আক্রমণে সেন রাজা লক্ষণ সেনের তৎকালীন রাজধানী নদীয়া জয় করেন।
- যদিও এরপর তিনি গৌড় বা লখনৌতিতে রাজধানী স্থাপন করেন, তবে ১২০৪ সালকেই বাংলায় মুসলিম শাসনের সূচনাকাল হিসেবে গণ্য করা হয়।