ক যে কাজ ১২ দিনে করে,খ সে কাজ ১৮ দিনে করে। ক কাজটি ২/৩ অংশ করার পর খ বাকি অংশ একা সম্পন্ন করল। কাজটি মোট কত দিনে শেষ হল?
Correct Answer: Option D
ক, ১/১২ অংশ করে= ১দিনে
সুতরাং ক, ২/৩ অংশ করে= ১২×২/৩=৮দিনে
বাকী কাজ থাকে = (১-২/৩) বা, ১/৩ অংশ
আবার, খ, ১/১৮ অংশ করে = ১ দিনে
সুতরাং ১/৩ অংশ করে =১৮×১/৩= ৬ দিনে
মোট = (৮+৬) বা, ১৪ দিন।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions