একজন পুরুষ যে কাজ ১ দিনে করে ঐ কাজ ১ জন স্ত্রীলোকের করতে ৩ দিন লাগে।একটি কাজ ১৫ জন পুরুষ ১ দিনে করতে পারে।ঐ কাজ একদিনে করতে কত জন স্ত্রিলোক প্রয়োজন?

A ৩০

B ৪৫

C ৯০

D ১৩৫

Solution

Correct Answer: Option B

প্রশ্নমতে,
১ জন পুরুষের কাজ = ৩ জন স্ত্রীলোকের কাজ
যেহেতু ১৫ জন পুরুষ কাজটি ১ দিনে করতে পারে এবং ১ দিনে কাজটি সম্পন্ন করার জন্য কতজন স্ত্রীলোক প্রয়োজন তা বের করতে হবে, তাই আমরা পুরুষের সংখ্যাকে স্ত্রীলোকের সংখ্যায় রূপান্তর করলেই উত্তর পেয়ে যাব।
১ দিনে ১ জন পুরুষের কাজ = ১ দিনে ৩ জন স্ত্রীলোকের কাজ
সুতরাং, ১ দিনে ১৫ জন পুরুষের কাজ = ১ দিনে (৩ $\times$ ১৫) জন স্ত্রীলোকের কাজ
= ৪৫ জন স্ত্রীলোকের কাজ

শর্টকাট টেকনিক:
পুরুষ ও মহিলার কাজের অনুপাত = ১ : ৩
অর্থাৎ, ১ জন পুরুষ = ৩ জন মহিলা
সুতরাং, ১৫ জন পুরুষ = (১৫ $\times$ ৩) জন মহিলা
= ৪৫ জন মহিলা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions