যে কাজটি ৭০ জন লোক ৩০ দিনে করতে পারে সে কাজটি ১২ দিনে সম্পন্ন করতে হলে প্রতিদিন কত জন স্রমিক লাগবে?
Solution
Correct Answer: Option B
১ম নিয়ম: (ঐকিক নিয়ম)
৩০ দিনে কাজটি করতে পারে = ৭০ জন শ্রমিক
১ দিনে কাজটি করতে পারে = (৭০ × ৩০) জন শ্রমিক [কম সময়ে কাজটি করতে হলে শ্রমিকের সংখ্যা বাড়ে]
১২ দিনে কাজটি করতে পারে = (৭০ × ৩০) / ১২ জন শ্রমিক
= (৭০ × ৫) / ২
= ৩৫ × ৫
= ১৭৫ জন শ্রমিক
২য় নিয়ম: (শর্টকাট টেকনিক)
আমরা জানি,
M₁ × D₁ = M₂ × D₂
এখানে,
M₁ = ৭০ জন
D₁ = ৩০ দিন
D₂ = ১২ দিন
M₂ = ?
অতএব,
৭০ × ৩০ = M₂ × ১২
বা, ২১০০ = ১২M₂
বা, ১২M₂ = ২১০০
বা, M₂ = ২১০০ / ১২
বা, M₂ = ১৭৫
সুতরাং, কাজটি ১২ দিনে সম্পন্ন করতে ১৭৫ জন শ্রমিকের প্রয়োজন হবে।