১৫ জন লোক একটি কাজ ২০ দিনে করলে কত জন লক ঐ কাজ ১ দিনে করতে পারবে?
Solution
Correct Answer: Option D
ঐকিক নিয়ম অনুসারে,
১৫ জন লোক একটি কাজ করতে পারে = ২০ দিনে
বা, ২০ দিনে কাজটি সম্পন্ন করতে পারে = ১৫ জন
যেহেতু কাজটি ১ দিনে শেষ করতে হবে, তাই ২০ দিনের কাজের তুলনায় ১ দিনে কাজ করতে অনেক বেশি লোকের প্রয়োজন হবে। সুতরাং লোক সংখ্যা গুণ করতে হবে।
∴ ১ দিনে কাজটি সম্পন্ন করতে পারে = (১৫ × ২০) জন
= ৩০০ জন
শর্টকাট টেকনিক:
দিন এবং লোক সংখ্যার অংকে মোট কাজের পরিমাণ সবসময় সমান থাকে।
লোক সংখ্যা × সময় (দিন) = ধ্রুবক
১ম ক্ষেত্রে: ১৫ জন × ২০ দিন = ৩০০ ইউনিট কাজ
২য় ক্ষেত্রে: ? জন × ১ দিন = ৩০০ ইউনিট কাজ
∴ নির্ণেয় লোক সংখ্যা = $ \frac{15 \times 20}{1} $
= ৩০০ জন