Correct Answer: Option A
বিক্রয়মূল্য = ৩ * ক্রয়মূল্য/৪
অর্থাৎ, বিক্রয়মূল্য ক্রয় মূল্যের ৪ ভাগের ৩ ভাগ। সুতরাং বিক্রয়মূল্য অবশ্যই ক্রয় মূল্যের চেয়ে কম। অর্থাৎ, ক্ষতি হয়েছে।
এখন,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১০০*৩/৪
= ৭৫ টাকা
শতকরা ক্ষতি হয়েছে = (১০০ - ৭৫)% = ২৫%
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions