ক, খ ও গ ২৮০ টাকা নিয়ে কারবার শুরু করল। ক ও খ এর মূলধন সমান কিন্তু গ এর মূলধন ২০ টাকা কম। মোট ৫৬ টাকা লাভ হলে, গ কত লাভ পাবে?

A ১৪ টাকা

B ১৬ টাকা

C ২০ টাকা

D ২৪ টাকা

Solution

Correct Answer: Option B

যদি, ক এবং খ এর মূলধন হয় x।

প্রশ্ন মতে,

3x - 20 = 280

⇒ 3x = 300

⇒ x = 300/3 = 100

এখন,

তিন জনের মূলধনের অনুপাত = 100:100:80

                                     = 10:10:8

                                     = 5:5:4 

সুতরাং,

গ পাবে = 4*56/14 টাকা

          = 16 টাকা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions