একটি বাক্সে ৩টি লাল, ৭টি হলুদ ও ২টি নীল মার্বেল আছে। দৈবচয়নে বাক্সটি হতে একটি মার্বেল নিলে সেটি হলুদ হওয়ার সম্ভাব্যতা কত?
A ৪/৭
B ৭/১২
C ১২/৭
D ২/৭
Solution
Correct Answer: Option B
এখানে,
লাল মার্বেলের সংখ্যা = ৩টি
হলুদ মার্বেলের সংখ্যা = ৭টি
নীল মার্বেলের সংখ্যা = ২টি
মোট মার্বেলের সংখ্যা = ৩ + ৭ + ২ = ১২টি
দৈবচয়নে একটি মার্বেল নিলে সেটি হলুদ হওয়ার সম্ভাব্যতা = (হলুদ মার্বেলের সংখ্যা) / (মোট মার্বেলের সংখ্যা)
= ৭ / ১২
সুতরাং, মার্বেলটি হলুদ হওয়ার সম্ভাব্যতা হলো ৭/১২।