'তেভাগা' কোন বহুব্রীহি সমাস?

A অলুক বহুব্রীহি

B প্রত্যয়ান্ত বহুব্রীহি

C সংখ্যাবাচক বহুব্রীহি

D নিপাতনে সিদ্ধ বহুব্রীহি

Solution

Correct Answer: Option B

যে বহুব্রীহি সমাসের সমস্তপদে আ, এ, ও ইত্যাদি প্রত্যয় যুক্ত হয় তাকে প্রত্যয়ান্ত বহুব্রীহি বলা হয়।
যেমন:
- এক দিকে চোখ (দৃষ্টি) যার= একচোখা (চোখ+আ),
- ঘরের দিকে মুখ যার= ঘরমুখো (মুখ+ও),
- নিঃ (নেই) খরচ যার= নি-খরচে (খরচ+এ),
- তিন (তে) ভাগ যার= তেভাগা (আন্দোলনবিশেষ; ভাগ+আ)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions