Solution
Correct Answer: Option D
- হরপ্রসাদ শাস্ত্রী্র প্রকৃত নাম "শরৎনাথ ভট্টাচার্য"।
- শৈশবে হর/শিবের প্রসাদে জটিল রোগ থেকে সেরে উঠায় তার নাম বদলে রাখা হয় হরপ্রসাদ।
- তিনি একাধারে পন্ডিত, সাহত্যিক ও শিক্ষাবিদ।
- চর্যাপদের আবিষ্কারক হিসেবে তিনি সুপরিতিত।
তাঁর গ্রন্থের মধ্যে তৈল, বাল্মীকির জয়, মেঘদূত ব্যাখ্যা উল্লেখযোগ্য।
তার অন্যান্য গ্রন্থঃ
- বাঙ্গালা ব্যাকরণ,
- মেঘদূত ব্যাখ্যা,
- বাল্মীকির জয়,
- প্রাচীন বাংলার গৌরব,
- সচিত্র রামায়ন ইত্যাদি।
তার রচিত উপন্যাস কাঞ্চনমালা, বেণের মেয়ে ইত্যাদি।