Correct Answer: Option C
ধরা যাক, মোট সম্পত্তি ক
তাহলে ,ব্যয় কৃত সম্পত্তি = (ক এর ৩/৭) =৩ক/৭
তাহলে , অবশিষ্ট = (ক-৩/৭ক) = ৪ক/৭ আবার , অবশিষ্ট এর ৫/১২ অংশ = (৪ক/৭ এর ৫/১২) = (২০ক/৮৪) অর্থাৎ , বাকি রইল (৪ক/৭ – ২০ক/৮৪) = (৪৮ক- ২০ক)/৮৪ = ২৮ক/৮৪
শর্ত মতে , ২৮ক/৮৪ = ১৫০০ বা,ক = ৪৫০০
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions