এক ব্যক্তি তার মোট সম্পত্তির ৩/৭ অংশ ব্যয় করার পরে অবশিষ্টের ৫/১২ অংশ ব্যয় করে দেখলেন যে তার নিকট ১৫০০ টাকা রয়েছে। তার মোট সম্পত্তির মূল্য কত?

A    ২৩০০

B    ৩০০০

C    ৪৫০০

D    ২০০০

Solution

Correct Answer: Option C

 

ধরা যাক, মোট সম্পত্তি ক

তাহলে ,ব্যয় কৃত  সম্পত্তি = (ক এর ৩/৭) =৩ক/৭

তাহলে , অবশিষ্ট = (ক-৩/৭ক) = ৪ক/৭ আবার , অবশিষ্ট এর ৫/১২ অংশ = (৪ক/৭ এর ৫/১২) = (২০ক/৮৪) অর্থাৎ , বাকি রইল (৪ক/৭ – ২০ক/৮৪) = (৪৮ক- ২০ক)/৮৪ = ২৮ক/৮৪  

শর্ত মতে , ২৮ক/৮৪ = ১৫০০ বা,ক = ৪৫০০   

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions