Loading [MathJax]/jax/output/HTML-CSS/fonts/TeX/fontdata.js
 
এক গোয়ালা তার ভ-সংখ্যক গাভীকে চার পুত্রের মধ্যে নিম্নলিখিত ভাবে বন্টন করে দিলঃ প্রথম পুত্রকে 1/2 অংশ দ্বিতীয় পুত্রকে 1/4 অংশ; তৃতীয় পুত্রকে 1/5 অংশ এবং বাকি 7 টি গাভীকে চতুর্থ পুত্রকে দিল। ঐ গোয়ালার গাভীর সংখ্যা কত ছিল?

A 100

B 140

C 180

D 200 &

Solution

Correct Answer: Option B

এখানে গাভী সংখ্যা ভ প্রথম ছেলে পেল (ভ এর ১/২)= ভ/২
২য় ছেলে পেল  (ভ এর ১/৪)= ভ/৪
৩য় পুত্র পেল (ভ এর ১/৫)= ভ/৫          
অবশিষ্ট= ৭ টি

শর্ত মতে ,

ভ/২ +ভ/৪+ভ/৫+৭ = ভ
বা ,(১০ভ+৫ভ+৪ভ+১৪০)/২০ = ভ ,
বা , ১৯ভ+১৪০= ২০ভ 
ভ =১৪০ 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions