কোন বিমান আক্রমনের সময় এক শহরের চারটি স্থান থেকে যথাক্রমে ১, ৫/৪, ৩/২, ৭/৪ মিনিট অন্তর সাইরেন বাজতে লাগলো। একবার একত্রে বাজবার কতক্ষন পর সাইরেনগুলো আবার একত্রে বাজবে?

 

A ১ ঘ. ৫ মি.

B ১ ঘ. ২৫ মি.

C ৫৭ মি.

D ১ ঘ. ৪৫ মি.

Solution

Correct Answer: Option D

নির্ণেয় সময় হবে ১, ৫/৪, ৩/২ এবং ৭/৪ এর ল.সা.গু.

আমরা জানি,
ভগ্নাংশের ল.সা.গু. = লবগুলোর ল.সা.গু./হরগুলোর গ.সা.গু
= ১, ৩, ৫, ৭ ল.সা.গু./১, ৪, ২, ৪ এর গ.সা.গু.
= ১০৫/১
= ১০৫
অতএব সাইরেনগুলো আবার একত্রে বাজবে ১০৫ মিনিট বা ১ ঘণ্টা ৪৫ মিনিট পর।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions