X নামক একটি দোকানে ডিসেম্বর মাসে বিক্রয় জানুয়ারী থেকে নভেম্বর পর্যন্ত বিক্রিত মাসপ্রতি গড়ের ৪ গুন। ডিসেম্বর মাসে বিক্রি পুরো বছরের বিক্রির কত অংশ?

A    ১/৪

B    ৪/১৫

C    ১/৩

D    ৪/১১

Solution

Correct Answer: Option B

 

মনে করি , মাসিক গড় = ক

 তাহলে , জানুয়ারি – নভেম্বর মাসে বিক্রি ১১ক            ডিসেম্বর মাসে বিক্রি = ৪ক

মোট বিক্রি = (১১ক+৪ক)=১৫ক তাহলে ,ডিসেম্বর এ বিক্রি মোট বিক্রির = ৪ক/১৫ক = ৪/১৫  

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions