Solution
Correct Answer: Option B
এখানে,
ভাজ্য = ৮১
ভাজক = ৯
আমরা জানি,
ভাগফল = ভাজ্য $\div $ ভাজক
= ৮১ $\div $ ৯
= ৯
অথবা,
৯) ৮১ (৯
৮১
$\overline{\;\;\; \text{০}}$
শর্টকাট টেকনিক:
নামতার সাহায্যে খুব সহজেই এর উত্তর বের করা যায়।
আমরা জানি,
৯ $\times$ ১ = ৯
..............
৯ $\times$ ৮ = ৭২
৯ $\times$ ৯ = ৮১
সুতরাং, ৮১ কে ৯ দ্বারা ভাগ করলে উত্তর হবে ৯।