একটি খুটির অর্ধাংশ মাটির নিচে , এক তৃতীয়াংশ পানির মধ্যে ও ১২ ফুট পানির উপরে। খুটিটির দৈর্ঘ্য কত?
Solution
Correct Answer: Option A
খুঁটির দৈর্ঘ্য = ক হলে ,
খুঁটির অর্ধাংশ = ১/২ xক = ক/২
খুঁটির এক তৃতীয়াংশ = ১/৩ x ক = ক/৩
শর্ত মতে ,
ক/২ +ক/৩ +১২=ক
বা, (৩ক+২ক+৭২)/৬ = ক
বা, ৫ক +৭২=৬ক
বা , ক =৭২