Solution
Correct Answer: Option C
প্রদত্ত রাশি : $৩^২ + ৪^২$
= $(৩ \times ৩) + (৪ \times ৪)$ [বর্গ ভাঙিয়ে]
= $৯ + ১৬$
= $২৫$
শর্টকার্ট টেকনিক:
পিথাগোরাসের উপপাদ্য মনে রাখলে এই ধরণের অঙ্ক খুব দ্রুত করা যায়। পিথাগোরাসের ত্রয়ী (Pythagorean Triplets) হলো ৩, ৪ এবং ৫। অর্থাৎ, $৩^২ + ৪^২ = ৫^২ = ২৫$। সুতরাং, ৩ এবং ৪ এর বর্গের সমষ্টি সর্বদা ২৫ হবে।