একটি ট্রাষ্ট ফান্ডের অর্ধেক মূলধন বি.ও.সির শেয়রে, এক চতুর্থাংশ বেক্সিমকোর ঋণপত্রে, এক পঞ্চমাংশ আইসিবির মিউচুয়াল ফান্ডে এবং অবশিষ্ট ১০০০০০ টাকা প্রতিরক্ষা ঋণপত্রে বিনিয়োগ করল। ফান্ডের সর্বমোট মূলধন কত টাকা?

A    ১০০০০০০

B    ১৬০০০০০

C    ২০০০০০০

D    ২৫০০০০০

Solution

Correct Answer: Option C

 

ফান্ডের মূলধন ক হলে শর্ত মতে ,

ক/২ +ক/৪+ক/৫+১০০০০০ = ক বা ,ক =২০০০০০০

তাহলে , ফানডের মূলধন = ২০০০০০০ টাকা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions