একটি স্কুলের ৪/৫ ভাগ ছাত্র ফুটবল খেলা দেখতে গিয়েছিল। তার ১/৪ ভাগ বাসে চড়ে গিয়েছিল। যদি ১৬৪ জন ছাত্র বাসে গিয়ে থাকে তবে স্কুলের ছাত্র সংখ্যা কত?

A    ৬৫৬

B    ৮২০

C    ৩২৮০

D    ১৬৪০

Solution

Correct Answer: Option B

 

ধরা যাক , ছাত্র সংখ্যা =ক খেলা দেখতে যায় =৪ক/৫ বাসে যায় = (৪ক/৫ এর ১/৪) = ৪ক/২০   শর্ত মতে , ৪ক/২০ = ১৬৪              বা , ক=৮২০ তাহলে ছাত্র সংখ্যা ৮২০ 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions