√(১/৯) এর মান কত?

A ১/৩

B √(১/৩)

C ১/৯

D ১/৮১

Solution

Correct Answer: Option A

প্রশ্নে দেওয়া আছে, রাশির মান নির্ণয় করতে হবে: $\sqrt{1/9}$
আমরা জানি,
= $\sqrt{\frac{1}{9}}$
= $\frac{\sqrt{1}}{\sqrt{9}}$ [বর্গমূলকে লব ও হরের সাথে আলাদা করে]
= $\frac{1}{3}$ [১ এর বর্গমূল ১ এবং ৯ এর বর্গমূল ৩]

শর্টকাট টেকনিক:

রুটের ভেতরে থাকা সংখ্যাগুলোর বর্গমূল বের করতে হবে।
১ এর বর্গমূল ১ ( ১ $\times$ ১ = ১)
৯ এর বর্গমূল ৩ ( ৩ $\times$ ৩ = ৯)
তাই সরাসরি উত্তর হবে ১/৩

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions