মুনির বাকীতে x টাকায় একটি টিভি কিনল। তাকে বকেয়া তিন মাসের মধ্যে পরিশোধ করতে হবে। প্রথম মাসে সে বকেয়ার ১/৬ অংশ পরিশোধ করল। দ্বিতীয় মাসে সে অবশিষ্ট বকেয়ার ১/৬ অংশ এবং ৪০০ টাকা পরিষোধ করল। তৃতীয় মাসে তাকে কত পরিশোধ করতে হবে তা x এর মাধ্যমে প্রকাশ কর।
A x-400/6
B 5x-400/6
C 25x/36-400
D 25x-400/36
Solution
Correct Answer: Option C
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions