Solution
Correct Answer: Option D
প্রদত্ত রাশি = √(১/০.২৫)
= √(১/২৫⁄১০০) [দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে]
= √(১ × ১০০⁄২৫)
= √(৪) [লঘিষ্ঠ আকারে প্রকাশ করে, ২৫ দ্বারা ১০০ কে ভাগ করলে ৪ হয়]
= ২
বিকল্প পদ্ধতি/শর্টকাট টেকনিক:
√(১/০.২৫)
= √(১০০/২৫) [লব ও হরকে ১০০ দ্বারা গুণ করে দশমিক মুক্ত করে]
= √৪
= ২