Loading [MathJax]/extensions/tex2jax.js
 
    একটি ক্রিকেট টুর্নামেন্টে ৩০০০০ টিকিট বিক্রয় করা হল। এক চতুর্থাংশ টিকিট প্রতিটি ৩০ টাকা দরে , ১/৩ টিকিট ২৫ টাকা দরে অবশিষ্ট টিকিট ২০ টাকা দরে বিক্রি হল। ২০ টাকা দরে কতটি টিকিট বিক্রয় হল?

A    ১০০০০

B    ১২০০০

C    ১২৫০০

D    ১৩৫০০

Solution

Correct Answer: Option C

 

মোট টিকেট ৩০০০০ ৩০ টাকা দরে বিক্রি করে = ৩০০০০/৪ = ৭৫০০ টিকেট ২৫ টাকা দরে বিক্রি করে = ৩০০০০/৩ =১০০০০ টিকেট ২০ টাকা দরে বিক্রি করে = ৩০০০০-(৭৫০০+১০০০০) টিকেট = ১৭৫০০ টিকেট 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions