এক ব্যক্তি মাসিক বেতনের ১/২০ অংশ মহার্ঘ ভাতা পান। তার মাসিক আয় ৪২০০ টাকা হলে তার মহার্ঘ ভাতা কত?
Solution
Correct Answer: Option B
দেওয়া আছে,
ব্যক্তির মোট মাসিক আয় = ৪২০০ টাকা
মহার্ঘ ভাতা = মাসিক আয়ের ১/২০ অংশ
প্রশ্নমতে,
মহার্ঘ ভাতা = ৪২০০ এর ১/২০ টাকা
= (৪২oo × ১)/২০ টাকা
= ৪২০০ / ২০ টাকা [কাটাকাটি করে]
= ২১০ টাকা
সুতরাং, নির্ণেয় মহার্ঘ ভাতা ২১০ টাকা।
শর্টকাট টেকনিক:
মহার্ঘ ভাতা = মোট টাকা ÷ ২০
= ৪২০০ ÷ ২০
= ২১০ টাকা