একটি ভগ্নাংশের হর আর লব এর অনুপাত ৩:২। লব থেকে ৬ বাদ দিলে যে ভগ্নাংশটি পাওয়া যায় সেটি মুল ভগ্নাংশের ২/৩। লব হলো-

A    ৯

B    ১৬

C    ১৮

D    ২৪

Solution

Correct Answer: Option C

ধরি,

লব = y

হর = x

১ম শর্তমতে, x : y = 3 : 2

বা, x/y=3/2

y = 2x/3 ............ (1)

২য় শর্তমতে, (y - 6)/x = (y/x)(2/3)

বা, y/x - 6/x =( y/x)(2/3)

বা, 2/3 - 6/x = (2/3)(2/3) [ x/y = 3/2]

বা, 2/3–4/9=6/x

বা, 2/9= 6/x

বা, x = 27

y = 2*27/3

= 18

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions